Menu

গাবতলীতে আ’লীগ নেতা ডাঃ জালাল হৃদ রোগে আক্রান্ত ॥ সুস্থতা কামনা

মুহাম্মাদ আবু মুসা, বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ জালাল উদ্দিন হৃদ রোগে (ব্রেন ষ্টোক) আক্রান্ত হয়ে ঢাকাস্থ সিএইচএম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার তিনি হৃদ রোগে (ব্রেন ষ্টোক) আক্রান্ত হলে বগুড়া সিএইচএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা উন্নতি না হওয়ায় পরের দিন ঢাকা সিএইচএম হাসপাতালে নেয়া হয়। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ দিকে তাঁর সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ডাঃ জালাল উদ্দিন ওই ইউনিয়নের আখরকান্দা গ্রামের মৃত আব্দুল জোব্বার মাষ্টারের ছেলে।

No comments

Leave a Reply

eight + nine =

সর্বশেষ সংবাদ