সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে আব্দুস ছালাম (৬৫) নামের এক বৃদ্ধ গত ৬দিন আগে থেকে নিখোঁজ হয়েছেন। আঃ ছালাম পৌর সদরের জয়ভোগা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা। গত রবিবার সন্ধ্যায় তিনি বাড়ী হতে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ী ফেরেননি। নিখোঁজ হওয়া আঃ ছালামের জামাতা হবিবর রহমান জানান, তার শশুরের মাথায় ব্রেনের সমস্যা ছিলো। আঃ ছালামের গাঁয়ের রং শ্যামলা এবং উচ্চতা সাড়ে ৫ফিট। সন্ধান পেলে ০১৭৫২-৫৩৭৭১৭নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ ব্যাপারে আঃ ছালামের স্ত্রী গোলে বেগম বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
Leave a Reply