Menu

গাবতলীতে গভীর রাতে কৃষকের ঘরে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলী পল্লিতে রাতের অন্ধকারে দুবৃর্ত্তৃদের দেয়া আগুনে কৃষকের বসতবাড়ী পুড়ে ভস্মিভুত হয়েছে। ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলে। গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় নেপালতলী ইউনিয়নের জাতহলিদা পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্বাস আলী প্রাং’র ছেলে বনিজ উদ্দীন প্রাং ও তার শরিকদের দখলকৃত বাড়ীর জমিতে ২টি টিনসেড ঘরতুলে দখল করে আসছিল। ঘটনার রাতে দুবৃর্ত্তৃরা দাহ জাতিয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। গভীর রাতে আগুন জ্বলতে দেখে স্থানীয় পাড়া প্রতিবেশী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। আহত ও প্রানহানির ঘটনা না ঘটলেও আগুনে ২টি টিনসেডঘর, খরের পাড়া পুড়েগিয়ে বনিজ উদ্দীন ও তার শরিকদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বনিজ উদ্দীন জানায় বাড়ীর জায়গা জমিনিয়ে তার ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিল। এব্যপারে থানায় অবহিত করা হয়েছে।

No comments

Leave a Reply

15 − 3 =

সর্বশেষ সংবাদ