Menu

গাবতলীতে গাছ কেটে জমিদখলের চেষ্টাঃ থানায় লিখিত অভিযোগ

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে জমিতে লাগানো বিভিন্ন ধরণের গাছ, বাঁশ, কলা ঘাউর কেটে অবৈধভাবে জমিতে বাঁশের বেড়া দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা গেছে, নেপালতলী ইউনিয়নের জাতহলিদা পূর্বপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী পারুল বেগম জাতহলিদা মৌজায় সাড়ে ৬শতক জমি কবলা দলিলমূলে ক্রয় করে ভোগদখল করে আসছিল। এমতাবস্থায় গত ২৩এপ্রিল বিবাদীগণ একই গ্রামের মৃত আব্বাস প্রাং এর ছেলে খাজা (৫৫), দুলাল (৪০) বনিজ এর ছেলে সোহেল (৩৫), আশরাফুল আসলাম মুগলু (৪৫) এবং মুগলুর ছেলে সাজেদুর রহমান সুইট হাতে রাশের লাঠি, দা-কুড়াল, কোদাল ইত্যাদি অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে জমির মালিকানা দাবী করে জমিতে থাকা ১০টি আকাশমনি, ১৫টি মেহগনি, ৪০টি বাঁশ, এবং ১৭টি কলা ঘাউর কেটে ক্ষতিসাধন করে এবং অবৈধভাবে উক্ত জমিতে বাঁশের বেড়া দেয়। এতে বাঁধা দিলে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি প্রদান করে। উপায় না পেয়ে ভূক্তভোগী পারুল বেগম বাদী হয়ে সুবিচারের আশায় গতকাল বৃহস্পতিবার গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

No comments

Leave a Reply

five × 3 =

সর্বশেষ সংবাদ