সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে গোয়াল ঘর থেকে ২টি বড় গাভীসহ ৫টি বোকনা বাছুর (গরু) চুরি হয়েছে। এতে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে গরুর মালিক জানিয়েছেন। এ ঘটনায় এলাকাবাসির মধ্য চরম আতংকের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির গোয়াল ঘর থেকে চুরির ঘটনাটি ঘটে। ঘটনার প্রেক্ষিতে গরুর মালিক জাহাঙ্গীর আলমের ছেলে রেজওয়ান আলম আপেল বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে গত শুক্রবার থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি সেলিম হোসেন অভিযোগটি পাওয়ার বিষয় স্বীকার করে বলেন, আমরা গরু গুলো উদ্ধারসহ সাবির্ক বিষয় খতিয়ে দেখতে থানার এসআই কান্তি মোদক ও এএসআই হাবিবকে দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে থানার এসআই কান্তি মোদক এর সাথে কথা বললে তিনি জানান, গরু গুলো উদ্ধার এবং চোরকে গ্রেফতার করতে আমাদের তৎপরতা অব্যহত রয়েছে। তিনি আরো জানান, কাগইল বাজারের কসাই ময়নুলের বিরুদ্ধে চোরাই গরু জবাই করার ইতিপূর্বে অভিযোগ ছিল, সেই বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। এলাকার অনেকে জানিয়েছেন, ময়নুল কসাই অনেক পূর্বে থেকেই চোরাই গরু কম দামে ক্রয় করে মাংস বিক্রি করে আসছে। এ ধরনের অভিযোগের কারনে কসাই ময়নুল ইতিপূর্বে এলাকা থেকে পালিয়ে ছিল বলে এলাকাবাসি জানান। কসাই ময়নুলকে গ্রেফতার করলেই গরু গুলো উদ্ধার হবে বলে অভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন। তবে এলাকাবাসি গরু চুরি বন্ধে পুলিশ প্রশাসনের কঠোরভাবে নজর দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply