Menu

গাবতলীতে গ্রীন ফ্যামিলি লিমিটেড ব্যবসায়ীক কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (আমিনুর ইসলাম): বগুড়ার গাবতলীতে ৬মার্চ শুক্রবার গ্রীন ফ্যামিলি লিঃ লোকাল ডিষ্টিবিউটর সেন্টার অফিস উদ্বোধন ও ব্যবসায়িক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন ফ্যামিলির সেলস এন্ড মার্কেটিং পরিচালক মোঃ শাহ সুলতান রিপন।

গ্রীন ফ্যামিলি লিঃ’র এল ডি সি ম্যানেজার জামিলা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ডিডিসি ম্যানেজার শাহ আলম সিদ্দিকি,

বুশরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন লিঃ’র ম্যানেজিং ডিরেক্টর হারুর অর রশিদ, এসময় রফিকুল ইসলাম, মর্জিনা বেগম, মঞ্জুয়ারা বেগম, মোরশেদা বেগম, শাহিনুর বেগম, বিপ্লব দাস, রেনুকা বেগম, আব্দুর রহিম রাসেল, রুনি বেগম, মনোরঞ্জন সরকার, মজনু মিয়া, নাজমা বেগম প্রমুখ।

No comments

Leave a Reply

five + 5 =

সর্বশেষ সংবাদ