সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিনকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি গাবতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সকল ওষুধ ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি আয়োজিত আলোচনা সভায় একযোগে তারা এ সমর্থন দেন। উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ডাঃ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, সহ-সভাপতি জিয়াউল হক বাবলা, এনজি পোদ্দার, সহ-সম্পাদক বাদল কুমার কুন্ডু, সদস্য মোঃ জাহিদ, ফারুক আহম্মেদ, জুলফিকার আলী জুয়েল ও বকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতা পল্লী চিকিৎসক সুসীল কুমার শান্ত, শাজাহান, সাইদ, রাজু, সুনিল, খাদেমুল হক, মিলন সরকার, জুয়েল, মাসুদ, লিটন, অলক চৌধুরী, মজনু, আসরাফ, অনুপম প্রমুখ। সভায় বক্তারা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য, দক্ষ্য ও উন্নয়নের কান্ডারী সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফি নেওয়াজ খান রবিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
Leave a Reply