সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে জমিজমা ও পুর্ব শত্রুতার সংক্রান্তের জেরে প্রতিপক্ষ কর্তৃক শ্বশুরের প্রচীর নির্মাধিন বাড়ীর প্রচীর ভাঙ্গতে নিষেধ করায় জামাইকে কুপিয়ে আহত করা হয়েছে। মুমুর্ষ অবস্থায় আহত জামাইকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। থানা সুত্রে জানাগেছে, গাবতলী সদর ইউনিয়নের চকসেকেন্দার খাঁ-পাড়া গ্রামের মৃত ছমির উদ্দীন খাঁর ছেলে আব্দুর রশিদ খাঁ’র সাথে আপন ভাই আব্দুর বারী খাঁ’র সাথে বাড়ীর জমিনিয়ে ও পুর্ব শত্রুতার বিরোধ চলে আসছিল। ১১ফেব্রুয়ারী ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার প্রতিপক্ষ আব্দুর বারী খাঁ তার ভাড়াটিয়া লোকজন লোহার রড, শাবল, হাসুয়া, বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রশিদ খাঁ’র নির্মানাধিন বাড়ীর বাউন্ডারী ওয়াল (প্রাচিরে) হামলায় চালিয়ে ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি করেবলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসময় শ্বশুরের বাউন্ডারী ওয়াল (প্রাচির) ভাঙ্গতে প্রতিপক্ষকে নিষেধ ও বাধা দিতে গিয়ে জামাই সুমন সরকার (৩৩) মাথায় ফাটা রক্তাক্ত জকম হয়ে গুরুতর আহত হয়। তাকে মুমুর্ষ অবস্থায় গাবতলী উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। এজাহারে আরো বলা হয়েছে বাদী আব্দুর রশিদের মেয়ে রুমা খাতুন এসময় এগিয়ে আসলে হামলাকারী প্রতিপক্ষরা তাকে চুলধরে টানা হেচরা ও শ্লীলতাহানীসহ গলায় থাকা ৩৫ হাজার টাকা মুল্যের ১২ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এঘটনায় আব্দুল বারী খাঁ, টুলি বেগম, সুমা বেগম, সুমি বেগম, দেলোয়ার হোসেন রঙ্গিনসহ অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করে থানায় আব্দুর রশিদ খাঁ বাদী হয়ে একটি এজাহার পত্র দাখিল করেছেন। এব্যপারে থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজাহার পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
Leave a Reply