Menu

গাবতলীতে জমিনিয়ে বিরোধে মরিচের ক্ষেত বিনষ্টঃ প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৮

সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্তের জেরধরে মরিচের ফসল নষ্ট ও প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৮ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে। জানাগেছে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড় ইটালী গ্রামের জামাল আকন্দ ও মৃত জোনাব আলী ছেলেদের দখলিয় ২০ শতাংশ জমি পৈত্তিক সুত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে আসছিল। নালিশি ২০ শতাং জমিতে জামাল আকন্দ ও মৃত জোনাব আলী ছেলেরা মরিচের আবাদ করে। চলতি মাসের ২৫ জানুয়ারী সকাল ১০ টায় প্রতিবেশী জনৈক বাদল বাছেদসহ ২০/২৫ জনের একদল লোক ঐ নালিশি জমি থেকে মরিচের গাছ উপড়ে ফেলে বিনষ্ট করতে থাকলে এতে জামাল আকন্দ ও জোনাব আলীর অংশিদারগন বাধা প্রদান করলে প্রতি পক্ষরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়। প্রতিপক্ষের হামলায় মৃত জোনাব আলীর স্ত্রী শরিফুন (৪৫), মৃত শরফতুল্লার স্ত্রী মিরজা বেওয়া, ইদ্রিস আলী আকন্দের ছেলে জাহাঙ্গীর আলমসহ ৮ জন আহত হয়েছে বলে এলাকাবাসী সুত্রে জানাগেছে। এদের মধ্য শরিফুনের অবস্থা আশংকা জনক বলে তার আত্মীয় স্বজনরা জানিয়েছেন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

No comments

Leave a Reply

five × 5 =

সর্বশেষ সংবাদ