Menu

গাবতলীতে ডঙড় প্রাথমিকবিদ্যালয়ে বার্ষিক ভোজ ওকৃতি সংবর্ধনা

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের ডঙড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার বার্ষিক ভোজ ও ২০১৮সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে এতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আক্তার ও সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক লিয়াকত আলী। সহকারী শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যানদের মধ্যে ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম উজ্জ্বল, পলান রায়, রমিন্দ্র নাথ লাহিরী, পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাহাদত, কালাইহাটা স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সুখানপুকুর স্কুলের প্রধান শিক্ষক জোবাইদা হক, অত্র স্কুলের সহকারী শিক্ষক নাহিদা আক্তার, আবু সাইদ, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, শাহান আরা গুলশান প্রমুখ। শেষে স্থানীয় ইউপি সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম উজ্জ্বলের ব্যক্তিগত তহবিল থেকে ২০১৮সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ২৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন অতিথিবৃন্দ।

No comments

Leave a Reply

17 − 16 =

সর্বশেষ সংবাদ