সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বুধবার বগুড়া গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের উদ্যোগে গাবতলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যন রফি নেওয়াজ খান রবিন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ জালাল উদ্দিন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দুলাল করিম দুলাল, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, কলেজের প্রভাষক আবু নছর মোহাম্মাদ আলম, প্রভাষক ইখতেখার রহমান, প্রভাষক আলমগীর হোসনে, প্রভাষক নিহারঞ্জন দেব, প্রভাষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক লতিফুল বারী রুবেল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ কলেজর শিক্ষকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply