Menu

গাবতলীতে দিনব্যাপি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক কর্মশালা

সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): ২৫ এপ্রিল বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে গাবতলী উপজেলা সভাকক্ষ ইছামতিতে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক” প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়ারেছ আনছারী। বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শারমীনা পারভীন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা আব্দুর রহিম, আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা আকতার, চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু, আব্দুল মতিন মিঠু, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম মিন্টু, আব্দুল গোফফার, আলমগীর হোসেন, গাবতলী মডেল প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম, মডেল থানার এএসাই নিলুফা ইয়াসমিন, ইউপি সদস্য নারগিছ বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, চেয়ারম্যান ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সমাজের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

3 × 3 =

সর্বশেষ সংবাদ