Menu

গাবতলীতে নির্মাণাধীন ব্রেইলী ব্রীজে চাঁদা দাবীঃ কৃষকলীগ নেতাসহ আটক -২

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে চাঁদা চাওয়ার অভিযোগে উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আলী (৩৮) ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (৩৭)কে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার খলিসাকুড়া থেকে তাদেরকে আটক করা হয়।
একাধিকসূত্র জানায়, গাবতলী-বগুড়া সড়কে খলিসাকুড়ায় নির্মাণাধীন ব্রেইলী ব্রীজের ঠিকাদারের লোকজনদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল আটককৃত কৃষকলীগের ওই দুই নেতা। গতকাল বিকেলে নির্মাণাধীন ওই ব্রেইলী ব্রীজে গিয়ে আবারো চাঁদা দাবী করলে থানায় সংবাদ দেয়া হয়। খবর পেয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকলীগ নেতা ফোরকান ও সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। আটকের পরপরই জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জুসহ সহযোগী সংগঠনের কয়েকজন নেতা থানায় ছুটে এসে তাদেরকে ছেড়ে নিতে জোর তদবীর শুরু করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা থানায় ছিল। তবে থানার ওসি মোঃ সেলিম হোসেন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, খলিসাকুড়ায় নির্মাণাধীন ব্রেইলী ব্রীজে গিয়ে চাঁদা চাওয়ার অভিযোগে ফোরকান ও সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

No comments

Leave a Reply

three + 3 =

সর্বশেষ সংবাদ