Menu

গাবতলীতে পানিতে ডুবে ৩য় শ্রেণী ছাত্রের মৃত্যু

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, বগুড়া): বগুড়ার গাবতলীতে বন্যার পানিতে ডুবে কেজি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র তানিম (৯) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভাধীন গোড়দহ বেইলী ব্রীজের নিকট এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাবতলী পৌরসভাধীন মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা গাবতলী হাসপাতালের ডেন্টাল সার্জনের সহকারী সিরাজুল হক সিরাজীর বড় ছেলে স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্টেন কেজি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র তানিম গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গোড়দহ বেইলী ব্রীজের নিকট কলা গাছের তৈরী ভেলায় চরে বন্ধুদের সঙ্গে ঘুরছিল। এমন সময় তানিম ভেলা থেকে হঠাৎ ওথৈই পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এর কর্মীরা ছুটে গিয়ে তানিমকে অনেক খোজাখুজির পর ব্রীজের পূর্ব ধারে প্রায় আধা কিলোমিটার দুরে পানির নিচ থেকে উদ্ধার করে। ততক্ষণে তানিম মৃত্যুবরণ করেছে। ছোট্র এই অবুঝ শিশুর মৃত্যুতে বাবা, মা, আত্মীয় স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Leave a Reply

7 + 1 =

সর্বশেষ সংবাদ