Menu

গাবতলীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া): বগুড়ার গাবতলীতে পুকুরের পানিতে পড়ে ১০বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার জয়ভোগা আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলীর জয়ভোগা আশ্রয়ন কেন্দ্রের পুকুরের পানিতে ডুবে হৃদয় নামের দশ বছরের এক শিশুপুত্র মারা গেছে। মৃত হৃদয় ওই গ্রামের সেলিম হোসেনের ছেলে এবং মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাষ্টারের নাতী।

রবিবার দুপুর ১২টায় হৃদয় জয়ভোগা আশ্রয়ন কেন্দ্রের পুকুরে গোসল করছিল। গোছল করাকালে সবার অগোচরে সে পানিতে ডুবে যায়। এরপর থেকেই হৃদয়ের পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। হৃদয়কে কোথাও খুঁজে না পেলে বিকেলে স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে জয়ভোগা আশ্রয়ন কেন্দ্রের পুকুরে খুঁজতে থাকে।

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে উপস্থিত হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে হৃদয়ের লাশ সন্ধ্যায় পুকুর থেকেই উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার ওসি সেলিম হোসেনের সঙ্গে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

No comments

Leave a Reply

thirteen − 7 =

সর্বশেষ সংবাদ