সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী বগুড়া): বগুড়ার গাবতলী মধ্যকাতুলী গ্রামে পর্বশত্রুতার জেরধরে এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতীর মাছ নিধন করা হয়েছে। গাবতলী উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামের মাহফুজার রহমান মাবর ছেলে মৎস্য চাষী উজ্জল হোসেন প্রাং গ্রামের পার্শ্বেই আড়াই বিঘা পরিমান একটি পুকুর ৭০ হাজার টাকার বিনিময়ে ৬ বছরের জন্য লিজ নিয়ে মাছ করে আসছিল। ৩০ জানুয়ারী গভীর রাতে পুর্বশত্রুতার জেরধরে পুকুরে বিষ প্রয়োগ করলে তেলাপিয়া, রুই, মৃগেল, পুটি, সিলভার কাপ,কাতলাসহ বিভিন্ন প্রজাতীর লক্ষাধিক টাকার বেশী মুল্যের ২০ মন মাছ নিধন হয়। উজ্জল নামের এই মৎস্য চাষীর লিজকৃত পুকুরে গত বছরে শত্রুতা করে ৩ লাখ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছিল। এঘটনায় মৎস্য চাষী উজ্জল হোসেন প্রাং বাদী হয়ে সাজু ফকির, উজ্জল ফকির, জয়নাল প্রাং, ইব্রে ফকির লাড্ড ুফকির ও মানিক মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছন জানাগেছে। ওসি এস আই রুবেল হোনেকে অভিযোগটি তদন্ত করার নির্দ্দেস দিয়েছেন।
Leave a Reply