Menu

গাবতলীতে পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া): বগুড়ার গাবতলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সম্মেলনকে সফলের লক্ষ্যে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে আজ সোমবার স্থানীয় শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে ও সদস্য আতোয়ার রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম,

সদস্য প্রফেসর মানিক, তাজুল ইসলাম, আফছার আলী মিজু, মতিউর রহমান মতি, ভোটো, ময়না, সজল, সাহিন, জুয়েল, কামরুল, রুহুল, আরেফিন, আঃ গফুর, ওয়ার্ড বিএনপি নেতা টিপু, আঃ জলিল, বাবুল পাইকার, আঃ গোফ্ফার, রফিকুল, সিরাজুল, মুগলু, মহিরুদ্দিন, খসরু, সামাদ, শিমুল সরকার, আফছার মোন্না,

সবুজ যুবদলের তরিকুল, আনোয়ার, নুরুল্লাহ, সোহেল, বাবু, ছাত্রদলের আঃ গনি, তাজুল, দৌলত, আলামীন, সাখোওয়াত, শ্রমিকদলের শফিকুল, আনিছার, আমিনুর, আরিফুর, স্বেচ্ছাসেবকদলের আঃ হক, কনক, শ্যামল প্রমুখ।

No comments

Leave a Reply

5 × 2 =

সর্বশেষ সংবাদ