Menu

গাবতলীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর পিতাকে প্রকাশ্যে কোপালো বখাটে

সোনাতলা সংবাদ ডটকম (মুহাম্মাদ আবু মুসা): বগুড়ার গাবতলীতে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তরি কর্তৃক কলেজ পড়–য়া ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় ছাত্রীর পিতা ফুলমিয়া (৫২) কে চাকু ও রামদা দিয়ে এলোপাতারী কুপিয়ে গুরুত্বর আহত করেছে বলে পুলিশ জানিয়েছেন। গুরুত্বর আহত ফুলমিয়াকে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া হাটে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় খুপি গ্রামের মৃত আলেক উদ্দিনের ছেলে ইট ভাটা ব্যবসায়ী ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফুলমিয়ার মেয়ে সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজে প্রথম বর্ষে একাদশ শ্রেনীতে লেখা পড়া করে। একই গ্রামের প্রতিবেশী ও সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তরি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে রাজি না হয়ে পিতা ফুলমিয়াকে জানালে পরে ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয় এবং ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তরিকেও নিষেধ করা হয়। যে কারনে তরি ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা করে গতকাল তার কয়েকজন সঙ্গী নিয়ে প্রকাশ্যে হাটের মধ্যে সন্ত্রাসী হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার এসআই কান্তি কুমার মোদকসহ একদল ফোর্স। তিনি (কান্তি) উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ২জন মহিলাকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে। তিনি আরো জানান, ফুলমিয়া আশংকাজনক অবস্থায় রয়েছে বলে জানতে পেয়েছি।

No comments

Leave a Reply

9 − six =

সর্বশেষ সংবাদ