Menu

গাবতলীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার গাবতলী উপজেলার করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা দেখার জন্য পার্শ্ববর্তী সোনাতলা, শিবগঞ্জ, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলা থেকে হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শকরা খেলা দেখার জন্য প্রায় ২/৩ ঘন্টা আগে খেলার মাঠে এসে ভীড় জমান। মাঠের শৃঙ্খলা রক্ষার্থে গাবতলী মডেল থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
খেলায় সোনাতলা উপজেলার মহিচরণ ফুটবল একাদশ বনাম সর্ধনকুটি ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। এতে মহিচরণ ফুটবল একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে সর্ধনকুটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, সাবেক চেয়ারম্যান সোনারায় ইউপি এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গাবতলী উপজেলা আওয়ামীলীগ রফিকুল ইসলাম রাঙ্গা, ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, ফজিলা আজিজ মেমোরিয়াল টেকনিক্যাল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ ফারুক হোসেন, প্রভাষক রাসেল আহমেদ কনক, সিনিয়র সাংবাদিক এসএম কাওছার, সাইফুল ইসলাম ফেরদৌস, সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি দুলাল করিম দুলাল, সাংবাদিক মিনাজুল ইসলাম প্রমুখ।
সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলামের সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান আলতাফ।

No comments

Leave a Reply

20 − seven =

সর্বশেষ সংবাদ