Menu

গাবতলীতে বন্যার্তদের সাহায্যার্তে অনুদান প্রদান

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, বগুড়া): বগুড়া-৭আসনের এমপি রেজাউল করিম বাবলু প্রদত্ত বন্যার্তদের সাহায্যার্তে ৫০হাজার টাকার অনুদান ২৭জুলাই শনিবার গাবতলীর ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারীর হাতে তুলে দেন এমপি বাবলু’র গাবতলী প্রতিনিধি যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অব্দুল হান্নান প্রমুখ। অপরদিকে রেজাউল করিম বাবলু এমপি প্রদত্ত বন্যার্তদের সাহায্যার্তে ৫হাজার স্যালাইন গতকাল রবিবার গাবতলীর ইউএনও’র অফিস সহকারীর হাতে তুলে দেন এমপি বাবলু’র প্রতিনিধি যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা শামীমা আক্তার, অফিস সুপারেনটেনডেন্ট জহুরুল হক।

No comments

Leave a Reply

eleven + 17 =

সর্বশেষ সংবাদ