Menu

গাবতলীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

VLUU L100, M100 / Samsung L100, M100

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হাসানের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুত্বর ভাবে আহত করার প্রতিবাদে ও জেলা ছাত্রদলের কর্মসূচী অংশ হিসাবে গতকাল শনিবার বিকালে গাবতলী থানা ছাত্রদলের উদ্যোগে কাগইল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে থানা ছাত্রদলের আহবায়ক মহব্বত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের সহ সভাপতি জাঙ্গাহীর আলম মানিক, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজার রহমান, ইউনুছ আলী, নুহুল আমিন, আলপনা কবির বাবু, মামুন, লিটন, কুদ্দুস, শাহীন, জাফর, তুষার, সাঈদ, সোহান, হিরু, শিউল, রাসেল, সুজন, মোস্তফা’সহ অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তরা জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের উপর হামলা কারীদের অতিদ্রুত (অবিলম্বে) গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

No comments

Leave a Reply

5 × 3 =

সর্বশেষ সংবাদ