Menu

গাবতলীতে বিএনপির মরহুম নেতাকর্মীদের বাড়ীতে তারেক রহমানের ইফতার সামগ্রী বিতরণ

মোঃ আমিনুর ইসলামঃ করােনায় আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রােগমুক্তি কামনা। পৌর এলাকায় মরহুম বিএনপি ও অঙ্গদলের পরিবারকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান কর্তক প্রদত্ত ইফতার সামগ্রী পৌর বিএনপির তত্বাবধানে ১৭ এপ্রিল শনিবার পৌর এলাকায় বিতরন করেন, বগুড়ার গাবতলী পৌর সভার মেয়র বিএনপিনেতা মােঃ সাইফুল ইসলাম। এসময় পৌর বিএনপির আহবায়ক ডাঃ মােঃ ছাবেদ আলী, যুগ্ম আহবায়ক মােঃ সাহিদুল ইসলাম, সদস্য আব্দুর রহিম পিটু, বিএনপিনেতা বাবুল পাইকার, তাজুল ইসলাম, যুবদলনেতা আনােয়ার তরিকুল, তাজুল ইসলাম, দৌলতজ্জামান দৌলত, নিপুল, সলিম, শিলু, সাবির, পলাশ, বাবু, লিটু, জেলা ছাত্রদলনেতা আব্দুল গনি, গাবতলী পৌর ছাত্রদলনেতা আব্দুল ওহাব, স্বেছাসেবকদলনেতা মােস্তফা কামাল কনক, শ্রমিকদলনেতা শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসময় উপ¯িত ছিলেন। গাবতলী পৌরসভার মেয়র মােঃ সাইফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়াকে আল্লাহ যতদিন সু¯্যতা দান না করেন, তত দিন গাবতলী দলিয় কার্যালয় প্রতিদিন কােরআন তেলােয়াত অব্যাহত থাকবে।

No comments

Leave a Reply

4 × 5 =

সর্বশেষ সংবাদ