Menu

গাবতলীতে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন ডিসি জিয়াউল হক

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক আজ বৃহম্পতিবার গাবতলী উপজেলা পরিষদসহ বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউপি পরিষদ ভবনসহ ¯ান পরিদর্শন করেছেন। প্রথম জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক গাবতলী উপজেলা পরিষদ পৌছিলে উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও মােছাঃ রওনক জাহান তাঁকে ফুলেল শুভেছা জানান। এরপর সকাল সােয়া ১০টায় গাবতলী উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার অফিসে চা চক্র শেষে গাবতলী মডেল থানা পরিদর্শন। তারপর পাইলট হাই¯ুল, পরসভা নির্বাচন/২০২১ উপলক্ষে গাড়িদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভােট কেদ্র, মহিষাবান ইউনিয়ন পরিষদ, ডিজিটাল সেটার ও মুজিববর্ষ উপলক্ষ প্রধানম¿ী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ এবং বিকেল সাড়ে ৩টায় উপজলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় গাবতলীর ইউএনও মােছাঃ রওনক জাহানসহ অন্যান্য কর্মকর্তা উপ¯িত ছিলেন।

No comments

Leave a Reply

16 + eleven =

সর্বশেষ সংবাদ