Menu

গাবতলীতে বিশিষ্ট ব্যবসায়ী রিবনের উদ্যোগে শাড়ী ও লুঙ্গী বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের নস্করীপাড়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এমরান হোসেন রিবনের ব্যক্তিগত অর্থায়নে গরীব অসহায়দের মাঝে ২হাজার ৫’শ পিচ শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে। শাড়ী-লুঙ্গী বিতরণের উদ্বোধন করেন ব্যবসায়ী রিবনের বড়ভাই আলহাজ্ব দেলজার রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন রিবন, সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, থানার ওসি সেলিম হোসেন, এসআই সালাহ উদ্দিন, এএসআই আওয়াল, সোহেল কনস্ট্রাকশনের ম্যানেজার মির্জা, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে আনিছার, ভিক্কু, অরুন মিয়া, বকুল প্রমুখ।

No comments

Leave a Reply

one × three =

সর্বশেষ সংবাদ