সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর বগুড়া জেলা কমিটির উদ্যোগে “বিশ্ব পরিযায়ী পাখি দিবস” উপলক্ষে গতকাল শনিবার গাবতলীতে এক র্যালী বের করা হয়। গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক ফজলে বারী রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) সেলিম হোসেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর বগুড়া জেলা কমিটির সভাপতি ড. এস.এম. ইকবাল, গাবতলী ওয়াইল্ড লাইভ লাভারের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, জাতীয় সাংবাদিক সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, কাহালু স্যানোর সভাপতি এ.টি.এম. আহসান হাবীব তালুকদার রন্জু, বিবিসিএফ’র জেলা কমিটির দপ্তর সম্পাদক শফিকুল আলম, নেপালতলী ইউপি চেয়ারম্যান এস.এম লতিফুল বারী মিন্টু, থানার এসআই সালাউদ্দিন, গাবতলী ওয়াইল্ড লাইভ লাভারের জুলফিকার আলী, তৌহিদুল ইসলাম টুটন, রতন রায়, সাগর শাহরিয়ার, বিপ¬ব কুমার মহন্ত, মাহমুদুল হক, তোবারক হোসেন, বুলেট, রিপন, শামীম প্রমুখ। বক্তাগণ বলেন, পরিযায়ী পাখি আমাদের দেশের অন্যতম সম্পদ। প্রতি বছর লক্ষ লক্ষ পরিযায়ী পাখি আমাদের দেশে আসে। সেই জন্য এদের আবাসস্থল এবং নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সকলের দায়িত্ব। বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি ধরা, শিকার করা, এমনকি তাদের গতিবিধী রোধ করা আইনত দন্ডনীয় অপরাধ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “পাখি রক্ষায় একটাই পণ, বন্ধ করি প¬াস্টিক দূষণ”।
Leave a Reply