Menu

গাবতলীতে ব্যক্তিগত উদ্যােগে স্প্রে মেশিন ও কম্বল বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হক এমদাদের ব্যক্তিগত অর্থায়নের ¯ানীয় কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং দু¯দের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপ¯িত ছিলেন ¯ানীয় ইউপি চেয়ারম্যান সকদার আলী, ৩নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হক, সােনারায় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। এরআগে সােনারায় ইউনিয়নের বামুনিয়া পদ্মারপাড়া গ্রামে কেদ্রীয় ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বােধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। শেষে ঈদগাহ মাঠের উনয়নকল্পে তিনি ১লাখ ৫০হাজার টাকা অনুদান প্রদান করন।

No comments

Leave a Reply

3 × 4 =

সর্বশেষ সংবাদ