সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): সোমবার বগুড়ার গাবতলীতে মেহেদী হাসান (১৯) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। মেহেদী হাসান উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া কাচারীপাড়া গ্রামের মাহফুর রহমানের ছেলে। জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া কাচারীপাড়া গ্রামের মাহফুর রহমানের ছেলে মেহেদী হাসান গতকাল সকালে মায়ের উপর অভিমান করে গোপনে বিষপান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে গাবতলী হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। বিকেল চিকিৎষাধীন অবস্থায় মেহেদীর মৃত হয়।
Leave a Reply