সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলী কলাকোপা গ্রামে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীনের বাড়ীর সিমানা দখল করে প্রতিপক্ষ মোখলেছার রহমান প্রচীর নির্মান করায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। গাবতলী মডেল থানায় দায়েরকৃত অফিযোগ জানাগেছে, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন আকন্দের পাকাবাড়ীর পুর্বপার্শ্বের নিজস্ব ২ ফিট সীমানা দখল করে গত ২০ মার্চ পার্শ্বের বাড়ীর প্রতিপক্ষ মৃত আব্দুল মন্ডলের ছেলে মোখলেছার রহমান জোর পুর্বক সীমানা প্রচীর ও বাড়ী নির্মান করেছেন। মোখলেছার রহমানকে মুক্তিযোদ্ধা জহির উদ্দীন তার সীমানা ছেড়ে প্রাচীর নির্মান করার কথা বললে মোখলেছার তার সন্তান ও স্বজনরা মারমুখি আচরন করে এবং ভয়ভীতি দেখায়। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন আকন্দ বাদী হয়ে ২৮ মার্চ গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনারস্থল তদন্ত করে ৩০ মার্চ বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে উভয় পক্ষকে বৈঠকের জন্য ডেকেছেন বলে তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সোহেল রানা জানিয়েছেন।
Leave a Reply