Menu

গাবতলীতে মোবাইল কোর্টে জব্দকৃত খরা ও কারেন্ট জাল ভষ্মিভূত

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার গাবতলীর সোনারায় ইউনিয়নের জামিরবারয়া গ্রামের গজারিয়া নদীতে এসিল্যান্ড সালমা আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি খরা/সুতি জাল অপসারণ এবং তা জব্দ করা হয়।

এছাড়াও একই নদী থেকে ৫’শ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরে জব্দকৃত ৬টি খরা/সুতি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০হাজার টাকা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, থানার এসআই মজিবর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। এরপর স্থানীয় একটি বাজারে এসিল্যান্ড সালমা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

No comments

Leave a Reply

4 × two =

সর্বশেষ সংবাদ