Menu

গাবতলীতে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পাল্টা সংবাদ সম্মেলনটি লিখিতভাবে পাঠ করেন উপজেলার কাগইল গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ মজুমদারের ছেলে শ্রী পলাশ চন্দ্র মজুমদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার বাবার ১৯৭৭সালে ৩১১ নং দাগে ক্রয়কৃত সম্মত্তিতে আমি পৈত্রিকসূত্রে পেয়ে ভোগদখলীয় জমির উপর বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগদখল করে আসছি। কিন্তু স্থানীয় রফিক ও রিজিয়া বেওয়া’সহ তার লোকজন আমার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। বাধা দিলে আমাকে ও আমার সন্তান সন্দ্বীপকে বেদমভাবে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আমি হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় আমার পরিবারের সদস্যদেরকে ভিটামাটি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করে আসছে। নিরুপায় হয়ে গত ১২জুন ‘নিজ ভোগ দখলীয় জমিতে গাছ কর্তনের বাঁধা প্রদানে অভিযোগ’ গাবতলী ইউএনও বরাবরে একটি অভিযোগ দায়ের করি। এরই প্রেক্ষিতে গাবতলী থানা পুলিশ গত ১২জুলাই উভয়পক্ষকে নিজ নিজ কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলে। কিন্তু শালিশে বৈঠকে প্রতিপক্ষ রফিক কোনপ্রকার কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। থানায় রফিককে আটক রেখে মারপিটের অভিযোগ সত্য নয়। অথচ রফিক নানা ঘটনা সাজিয়ে গত ১৪জুলাই গাবতলী প্রেসক্লাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে সংবাদ সম্মেলন করেছে।

No comments

Leave a Reply

19 + eight =

সর্বশেষ সংবাদ