সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়া গাবতলীর জাগুলী হাইস্কুল মাঠে উপজেলা কমিউনিটি পুলিশ ফোরাম আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং, মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের আহবায়ক ধন্য গোপাল সিংহ, সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, জাগুলী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর পিন্টু, রামেশ^রপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী, রামেশ^রপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি নুরুল ইসলাম আলমগীর, ওসি জাকির হোসেন, আঃ গনি, ডিআইজি অফিসের পুলিশিং অফিসার আয়নাল হক, গাবতলী থানা পুলিশিং অফিসার মাহমুদুর রহমান, প্রদীপ কুমার সাহা। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জাগুলী হাইস্কুলের ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন।
Leave a Reply