Menu

গাবতলীতে সহদর ভাইয়ের জমি দখলের চেষ্টাঃ আদালতে মামলা

সোনাতলা সংবাদ ডটকম (মুহাম্মাদ আবু মুসা): বগুড়ার গাবতলীতে সহদর ভাইয়ের বসতভিটা বাড়ী কৌশলে দখলের চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ালে প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় নিয়ে ওই ক্রয় করা সম্পত্তি শুধু আঃ সামাদের হলেও সকল ভাইয়ের দখলে রয়েছে বলে প্রভাব খাটিয়ে ও কৌশলে একটি তদন্ত প্রতিবেদন পক্ষে নেয়ায় আদালতে পাল্টা অভিযোগ (নারাজী) করা হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামের আঃ সামাদ প্রামানিকের। ফলে তিনি (সামাদ) বাদী হয়ে অপর ৪ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলার বিবাদীরা হলো তবিবর রহমান প্রাং, আঃ জলিল প্রাং, আঃ রশিদ প্রাং ও আবুল হোসেন প্রাং। তারা ৬ভাই বসতভিটা বাড়ী ২১শতকের মধ্যে সকলে ভাগ বাটোয়ার করে নিলে বাদী আঃ সামাদ প্রামানিক মামলার ১নং স্বাক্ষী ও বাদীর সহদর আরেক ভাই আব্দুল বারী প্রামানিকের নিকট থেকে ৩শতক বাড়ির জমি ক্রয় করে ভোগ দখল করছে এবং বর্তমানে সেখানে ইট, খোয়া, বালু ও অন্যান্য মালামাল রয়েছে। অথচ ওই জায়গা সকল ভাইয়ের দখলে রয়েছে বলে মিথ্যা হিসেবে তদন্ত প্রতিবেদন পক্ষে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। তিনি (বাদী) আরো জানান, ঘটনাস্থলে যাওয়া বা পূর্বে কোন নোটিশ না দিয়ে অজ্ঞাত কারনে ওই নালিশী জমি সকল ভাইয়ের দখল দেখানো হয়েছে। ফলে তিনি গত ২৯জুলাই আদালতে একটি নারাজী দাখিল করেছেন।

No comments

Leave a Reply

six + eighteen =

সর্বশেষ সংবাদ