Menu

গাবতলীতে সিঙ্গার শো-রুমে ডিসকাউন্ট মেলার উদ্বোধন

সোনাতলা সংবাদ ডটকম (আমিনুর ইসলাম): বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের পার্শ্বে অবস্থিত সিঙ্গার শো-রুমে ২৭ জানুয়ারী সোমবার ফুলের ফিতা কেটে ডিসকাউন্ট মেলার উদ্বোধন করেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহমদ।

এসময় ওসি তদন্ত আব্দুল গনি, এস আই বেদার উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল ইসলাম মুকুল, জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সিঙ্গার জেলা ব্যবস্থাপক রুহুল কুদ্দুস, প্রভাষক নুর আলম সিদ্দিক, অবসরপ্রাপ্ত আর আই আব্দুল জলিল, রাজু আহম্মদ,

সিঙ্গার গাবতলী শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার নাছির উদ্দীন, সহকারী ম্যানেজার রাব্বী, সেলসম্যান খায়রুল হাসান শাফিসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও গ্রাহকগন উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

13 + 10 =

সর্বশেষ সংবাদ