Menu

গাবতলীতে স্বরসতী পূজা উপলক্ষে বানী অর্চনা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): স্বরসতী পূজা পালন উপলক্ষে গতকাল রবিবার সকালে বগুড়ার গাবতলী সরকারী ডিগ্রি কলেজ এবং গাবতলী পশ্চিমপাড়া একতা হিন্দু সংঘ ক্লাবের উদ্যোগে পৃথকভাবে বানী অর্চনা অনুষ্ঠিত হয়। গাবতলী সরকারী কলেজে বানী অর্চনায় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতাকারী আবুল কালাম আজাদ, পূজা উদযাপন অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক সলিল চন্দ্র পাল, উপদেষ্ঠা প্রভাষক আঃ জলিল ও তনশ্রী পাল, থানার এসআই প্রদীপ কুমার, পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক বিশুনাথ শিক্ষার্থীদের মধ্যে উত্তম কুমার, রিপন, চৈতি, চন্দনা পাল, ডালিম প্রমূখ। অপরদিকে গাবতলী পশ্চিমপাড়া একতা হিন্দু সংঘ ক্লাবের উদ্যোগে বানী অর্চনা অনুষ্ঠিত হয়।

No comments

Leave a Reply

19 − 13 =

সর্বশেষ সংবাদ