Menu

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪২) নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সােয়া ৩টায় গাবতলী-সুখানপুকুর সড়কে চামুরপাড়া-আমতলীপাড়া মধ্যবর্তী¯ান এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল জেলার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাঁশহাটাপাড়া গ্রামের মৃত সােলায়মান আলীর ছেলে। জানা গেছে, ব্যবসায়ী জাহিদুল ইসলাম আরাে কয়েকজনকে নিয়ে সােনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ হাট গরু ক্রয় করার জন্য আসেন। ওই হাট থেকে একটি গরু ক্রয় করে ভটভটি যােগে গরুটি নিয়ে তারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়া দেন। গাবতলী-সুখানপুকুর সড়ক চামুরপাড়া-আমতলীপাড়া মধ্যবর্তী¯ান একটি ব্রীজের নিকট পঁৌছিলে ভটভটি চালক নিয়¿ন হারিয়ে ফেললে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এত ঘটনা¯লই গরু ব্যবসায়ী জাহিদুল ইসলামের মত্যু হলে অন্যান্যরা গুরুত্ব আহত হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের নির্দেশে এসআই শামীম সঙ্গীয় ফাের্স নিয়ে দ্রæত ঘটনা¯ল যান এবং গরুটি ¯ানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম উজ্জলের জিম্মায় দেন। এ বিষয় ঘটনা¯ল যাওয়া থানার এসআই শামীম এর সাথে কথা বললে তিনি উপরােক্ত তথ্য নিশ্চিত করেছেন।

No comments

Leave a Reply

14 − 1 =

সর্বশেষ সংবাদ