Menu

গাবতলীতে ৩ ভিক্ষুককে পুনর্বাসন ও সোনামুয়া মডেল গ্রামে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির রহমান, বগুড়া প্রতিনিধি): বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তেহার “আমার গ্রাম আমার শহর” বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের সোনামুয়া গ্রামের বাসিন্দাদের সাথে গতকাল শনিবার বগুড়া জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মুনজিল আলী সরকার, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, এসিল্যান্ড সালমা আক্তার, থানার ওসি সেলিম হোসেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ব্যাংক এশিয়া বগুড়া শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এন্ড অপারেশন ম্যানেজার আইনুল ইসলাম, ব্যাংক এশিয়া লিঃ এর এজেন্ট পয়েন্ট ইঞ্জিনিয়ার আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক এশিয়া লিঃ এর সিনিয়র এসিস্ট্যান্ট রিলেশনসীপ অফিসার মনিরুজ্জামান। এরপর প্রধান অতিথি সোনামুয়া মডেল গ্রামে ব্যাংক এশিয়া লিঃ এর এজেন্ট পয়েন্ট ফিতা কেটে ও ডায়ারিয়া কন্টল রুমের উদ্বোধন “আমার গ্রাম আমার শহর” প্রকল্পের আওতায় কমিউনিটি বেজড পানি সরবরাহকরন কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। শেষে জেলা প্রশাসক মডেল গ্রামটি ঘুরে দেখেন। এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ৩জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওয়াত একটি করে স্টল ও প্রয়োজনীয় মালামাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদের ইছামতি হলরুম অনুষ্ঠিত হয়। ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন প্রমুখ। পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বিপনি বিতানের উপকারভোগীরা হলেন, নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের এজা, পৌরসভাধীন সোন্দাবাড়ী উত্তরপাড়া গ্রামের মোছাঃ বেবী বেগম ও গোরদহ উত্তরপাড়া গ্রামের আজগর ফকির পোকরা।

No comments

Leave a Reply

5 × three =

সর্বশেষ সংবাদ