Menu

গাবতলীর আমতলীপাড়া শাহী মসজিদের অজুখানা পুণঃনির্মানে দোয়া ও মোনাজাত

সোনাতলা সংবাদ ডটকম (আমিনুর ইসলাম): বগুড়ার গাবতলী আমতলীপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন, অজুখানা পুণঃনির্মাানে ৩লাখ টাকা বরাদ্দ দেয়ায় ১০ জানুয়ারী শুক্রবার এমপি রেজাউল করিম বাবলুর দীর্ঘায়ু কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করে জুম্মার নামাজ শেষে মুসুল্লিগন বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় ইউপি সদস্য নুরুল ইসলাম উজ্জল, মসজিদের সাবেক সভাপতি জমিদাতা আলহাজ্ব আফজাল হোসেন সরকার, মসজিদের সভাপতি আজাহার আলী, সাধারন সম্পাদক ফেরদৌস আলম, ক্যাশিয়ার আব্দুল মতিন,

সদস্য জিয়াউল হক রুবেল, আব্দুল হান্নান, আব্দুল গফুর, সরফুদ্দীন, আব্দুস সামাদ দুলাল, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শকিল হোসেন, বয়েল, নুরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের মুসুল্লিগন উপস্থিত ছিলেন।

শেষে এমপি রেজাউল করিম বাবলুর দীর্ঘায়ু কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করে জুম্মার নামাজ শেষে মুসুল্লিগন বিশেষ দোয়া ও মোনাজাত করাহয়।

No comments

Leave a Reply

sixteen + eight =

সর্বশেষ সংবাদ