সোনাতলা সংবাদ ডটকম (বাগবাড়ি প্রতিনিধি): বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা বলেছেন, গাবতলীর উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে সকলকে ঐক্যবন্ধ ভাবে নিজ নিজ ওয়ার্ডে কাজ করতে হবে। আজ শুক্রবার নশিপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৪ঘটিকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। নশিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজুল হক ফকিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর আ’লীগের আহ্বায়ক ও গাবতলী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। মামুনুর রশিদের সাঞ্চলনায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, আ’লীগ নেতা ফজলুল বারী নয়ন, আব্বাস আলী, শাহ নেওয়াজ জ্যকি, গোপাল চন্দ্র, বিপ্লব তালুকদার, এমদাদুল হক ডালু, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম রাজু, আলমগীর হোসেন, আবু সাঈদ প্রমূখ। সে সময় আ’লীগনেতা দোলেয়ার হোসেন দিলু, নাজমা খাতুন, উজ্জল মন্ডল, আব্দুল বারী, হবিবুর রহমান, মনিরুজ্জামান মনির, শফিকুল, রাজ্জাক, জোবায়ের প্রমূখ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজ সেবক আবুল কালাম আজাদ।
Leave a Reply