Menu

গাবতলীর জাতহলিদা হাফিজিয়া মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করলেন সমাজসেবক ছোটন

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): শনিবার বগুড়া গাবতলীর জাতহলিদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। নিজস্ব তহবিল থেকে এই অর্থ প্রদান করেন আঃ মালেক সরকার মালু মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর গাবতলী উপজেলা কমিটির সহ-সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, পীরগাছা কেজি স্কুলের অধ্যক্ষ মতিয়ার রহমান মতি, শিক্ষক আব্দুল গোফ্ফার, ব্যবসায়ী আহসান হাবিব লেমন, ব্লেড বাবু প্রমূখ।

No comments

Leave a Reply

5 − 1 =

সর্বশেষ সংবাদ