Menu

গাবতলীর দুর্গাহাটায় বিএনপি নেতা আলী আকবরের গনসংযােগঃ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি

আমিনুর ইসলামঃ বগুড়ার গাবতলী দুর্গাহাটা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের মনােনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির আহবায়ক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলী আকবর একাব্বর গনসংযাগ করেছেন। ১৩ জানুয়ারী বুধবার বিকেলে তিনি দুর্গাহাটা বাজার এলাকায় সাধারন মানুষের সাথে কুসল বিনিময় ও গনসংযােগ করেন। এসময় তিনি সাধারন মানুষকে তার উনয়ন প্রতিশ্রæতির কথা ব্যক্ত করেন। তিনি ধানের নিয়ে চেয়ারম্যানপদে বিজয়ী হতে পারলে এলাকার উনয়ন, সাধারন মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে দেয়া, অসহায় গরীব সাধারন মানুষকে ইউনিয়ন পরিষদের সকল সুযােগ সুবিধাসহ সার্বিক বিষয় বিনামুল্যে কর দেয়ার প্রতিশ্রæতি দেন। গনসংযাগ কালে উপ¯িত ছিলেন, নুরুল ইসলাম, জহুরুল ইসলাম, আবু হারেজ, মিল্লাত, রাশেদুল, কামরুল, পিটু, মাহম্মদ আলী মাষ্টার, আব্দুর রাজ্জাকসহ এলাকার বিভিন পর্যায়ের সাধারন মানুষ উপ¯িত ছিলেন।

No comments

Leave a Reply

eighteen − 6 =

সর্বশেষ সংবাদ