Menu

গাবতলীর নশিপুরে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (বাগবাড়ি প্রতিনিধি): আজ ২রা জুলাই মঙ্গলবার বগুড়া গাবতলীর নশিপুর (বালুপাড়া) ইসলামী সেন্টার জামে মসজিদে বগুড়া জেলার সালাফী ট্রাভেলস্রে (লাইসেন্স নং-১১৫৩) অধিনে ২০১৯ সালে হজ¦ব্রত পালনার্থে নিবন্ধনকারীদের নিয়ে দিনব্যাপী হজ¦ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাফী ট্রাভেলস্ বগুড়া’র পরিচালক ও নশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাফী ট্রাভেলসের পরিচালক ও পার্টনার মুয়াল্লিম আলহাজ¦ মাওলানা গোলাম আজম, নশিপুর এলাকার হাজী সমিতির সভাপতি আলহাজ¦ নূর মোহাম্মদ প্রাং, বিলচাপড়ির আলহাজ¦ আব্দুর রহমান, গাবতলী আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মাওঃ আবু বকর সিদ্দিক, মাওঃ জাকারিয়া আলম। অতিথি বৃন্দ কর্মশালায় বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে হজে¦র নিয়মাবলী বিশতভাবে উপস্থাপন করেন। এ বছরে বগুড়া জেলার ৩৭ জনসহ বাংলাদেশ থেকে সর্বমোট ৩শ’র বেশি নারী-পুরুষ এ ট্রাভেলসের মাধ্যমে হজে¦ অংশ গ্রহণ করবেন।

No comments

Leave a Reply

sixteen + 2 =

সর্বশেষ সংবাদ