Menu

গাবতলীর নশিপুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল থেকে ৩জনের বৃত্তি লাভ

সোনাতলা সংবাদ ডটকম (বাগবাড়ি প্রতিনিধি): বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়নের বালুপাড়া গ্রামে অবস্থিত আল-মারকাযুল ইসলামী ইয়াতিম খানা ‘ইসলামী সেন্টারের’ অঙ্গপ্রতিষ্ঠান ‘‘নশিপুর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল’’ থেকে ২০১৮সালের (পিইসি) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩জন বৃত্তিলাভ করেছে। অত্র প্রতিষ্ঠানের সুপার হাফেজ আবদুর রউফ ও ফাতেমা বেগমের জেষ্ঠ্য পুত্র আব্দুল্লাহ ও সারিয়াকান্দি উপজেলার নিজবরুর বাড়ী গ্রামের শাহানুর আলম ও সাজিনা বেগমের পুত্র হানজালা সিয়াম ট্যালেন্টপুলে ও ধুনট উপজেলার নাংলু গ্রামের ফজলুল হক ও ছাকিনা বেগমের পুত্র রবিউল ইসলাম মিরাজ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সকলের কাছে দোয়া প্রার্থী, তারা উচ্চতর ডিগ্রি লাভ করে দেশ- জাতি ও ইসলামের সেবা করতে চায়। উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালে ২৪জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে তন্মধ্যে ২০জন জিপিএ-৫ সহ সকলেই উত্তীর্ণ হয়েছে।

No comments

Leave a Reply

9 + nineteen =

সর্বশেষ সংবাদ