Menu

গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (আমিনুর ইসলাম): বগুড়ার গাবতলী নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৭ নভেম্বর বুধবার নাড়–য়ামালা ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন।

মোস্তাফিজার রহমান রঞ্জুর সভাপতিত্বে যুবদলনেতা রুহুল হাসান রুহিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ আলী,

সদস্য নজরুল ইসলাম টুকু, মতিউর রহমান, আতিকুর রহমান, অধ্যাপক মফিদুল ইসলাম, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, জুলফিকার হায়দার গামা, শফিকুল ইসলাম ভূধন, মোমিনুল হাসান, মঞ্জুর মোর্শেদ, এম আর ইসলাম রিপন, তছলিম উদ্দীন খোকা,

বিএনপিনেতা এ্যাড, হারুনর রশিদ রুবেল, হিরু, জালাল, শহিদুল, আঃ মজিদ, মোহম্মদ আলী, মজনু মিয়া, ইব্রাহিম, বেলাল হোসেন, যুবদলনেতা পৌর যুবদলের আহবায়ক হারুন-অর-রশিদ হারুন, মিনহাজুল ইসলাম, গোলজার,

মামুন, সাইফুল, সাদ্দাম, মিঠু, সাইফুল, ছাত্রদলনেতা এম আর হাসান পলাশ, সোহানুর রহমান সোহাগ, সাদ্দাম, আনিছ, মোস্তা, থানা শ্রমিকদলনেতা রাশেদুল রহমান রাঙ্গা, মৎস্যজীবি দলনেতা বিলেট বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

one × two =

সর্বশেষ সংবাদ