সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): স্থানীয় কতিপয় ইভটির্জার ও বখাটেদের দ্বারা অতিষ্ঠ হয়ে এবং তাদের গ্রেফতারের দাবিতে গতকাল ৩০ এপ্রিল বগুড়ার গাবতলী পীরগাছা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পুলিশ সাড়াসী অভিযান চালালেও পালিয়ে যাওয়ার কারনে কোন বখাটে ও ইভটির্জারকে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসীসুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন ও বগুড়া সদরের কতিপয় বখাটে ইভটির্জার যুবক প্রতিনিয়ত পীরগাছা এলাকায় অবাধে ঘোড়াফেরা করে। ঐ সকল বখাটে ইভটির্জার যুবক পীরগাছা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা স্কুল সময় ও প্রাইভিট পড়তে আসা ছাত্রীদেরকে বিভিন্নভাবে উত্যাক্ত-ইভটির্জিংসহ চলারপথে ছাত্রীদের সামনে দাড়ানো, পা-দ্বারা বাধা প্রদান এবং বিভিন্ন অঙ্গভঙ্গি আচরন করতো। বখাটেদের পিতা মাতাকে এ বিষয়ে বারবার অভিযোগ দেয়া সত্বেও অভিভাবকরা তাদের সন্তানদের সাবধান ও শাসন না করায় বখাটেদের উৎপাত দিনদিন বৃদ্ধি পেতে থাকে। বিষয়টি স্থানীয় প্রশাসনকেও অবহিত করেও প্রতিকার হয়নি বলে ম্যানেজিং কমিটির সদস্যরা অভিযোগ করেন। বখাটে ও স্থানীয় ইভটির্জারদের দ্বারা অতিষ্ঠ হয়ে এবং তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে পীরগাছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় সচেতন এলাকাবাসী পীরগাছা পাকা রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আত্র স্কুলের সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, আমি জানতে পেরেছি ইতিপুর্ব থেকে স্থানীয় বখাটেদের উৎপাত, ছাত্রীদের ইভটিজিং, উত্যাক্তসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডর করে আসছে স্থানীয় কিছু যুবক। তাদের কর্মকান্ডে অতিষ্ঠ ও বাধ্য হয়ে আমরা শিক্ষার্থীদের নিয়ে বখাটেদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। সংবাদপেয়ে গাবতলী মডেল থানার সেকেন্ড অফিসার সাজ্জাদ হোসেন, এএসআই সালাউদ্দীন আল মামমুনসহ সঙ্গীয় ফোর্স পীরগাছা এলাকাসহ বখাটে-ইভটির্জারদের গ্রেফতারের জন্য বাড়ী বাড়ী গিয়ে অভিযান চালান। বাড়ী ছেড়ে সকলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। এব্যপারে গাবতলী মডেল থানার সেকেন্ড অফিসার এব্যপারে সাজ্জাদ হোসেন, এএসআই সালাউদ্দীন আলমামুনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বখাটে ইভটির্জার যাদেরই সন্তান হোক না কেন, তাদের কোন ছাড় দেয়া হবেনা। গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এই এলাকায় আর কোন ছাত্রী বা মেয়ে বখাটেদের দ্বারা ইভটিজিংয়ের স্বীকার না হন সে বিষয়ে পুলিশ গোপনে ও সাদা পোষাকে নজর রাখছে।
Leave a Reply