Menu

গাবতলীর মহিষাবান লাইসেন্স বিহিন তাহের-ছ-মিল সিলগালা

আমিনুর ইসলামঃ- বগুড়ার গাবতলী মহিষাবান হাটের উত্তরপার্শ্বে অব¯িত তাহের-ছ-মিলের লাইসেন্স না থাকায় সামাজিক বন বিভাগ বগুড়ার কর্তপক্ষ ১৭ আগষ্ট মঙ্গলবার বন্ধ করে সিল মােহর এ্যঁটে দিয়েছে। জানাগেছে, দীর্ঘদিনধরে সরকারি কােনও অনুমতি না নিয়ে মহিষাবান হাটের উত্তরপার্শ্বে জনবসতি এলাকায় মহিষাবান গ্রামের মৃত মফিজ উদ্দীন এর ছেলে আবু তাহের নামে এক ব্যক্তি-ছ-মিল বসিয়ে তা ভাড়া দেয়। এতে করে এলাকায় জনবসতি মানুষের-ছ-মিলের করাতের কারনে শব্দ দুষন হয়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। বিষয়টি জানতে পেরে বগুড়ার গাবতলীতে দায়িত্বরত শেরপুরের সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষ ও ধুনটের সামাজিক বন বিভাগ কর্তপক্ষ গতকাল মঙ্গলবার দুপুরে উক্ত লাইসেন্স বিহিন অনুমােদনহিন তাহের-ছ-মিলটি সিল গালাকরে মােহর এ্যঁটে দিয়েছেন। সিলগালা মােহর স্বাক্ষর করেন মােঃ ছামছুল আলম সামাজিক বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরপুর বগুড়া। এব্যপারে-ছ-মিলের মালিক আবু তাহেরের সাথে ফােনে যােগাযােগ করা হলে তিনি জানান-ছ-মিলের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে।

No comments

Leave a Reply

4 × 4 =

সর্বশেষ সংবাদ