সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): সোমবার বগুড়া গাবতলীর মড়িয়া আবএমপি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় মহিষাবান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়ারেছ আনসারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, থানার ওসি সেলিম হোসেন, ওসি (তদন্ত) জাকির হোসেন, ওসি (অপারেশন) আঃ গনি। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মহিষাবান হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মড়িয়া হাইস্কুলের অভিভাবক সদস্য নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হামিদ, সাবেক প্রধান শিক্ষক আঃ বারী, মড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, ব্যাবসায়ী আরিফুর রহমান আরিফ, সুলতান মাহমুদ মেম্বারসহ অভিভাবকগণ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মৃদুল কুমার মজুমদার ও দূর্গা রানী রায়। শেষে প্রধান অতিথি ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
Leave a Reply