সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহীনুর রহমান গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না…..রাজিউন।
ডায়াবেটিস জণিত কারণে হঠাৎ অসুস্থ্য হয়ে গেলে গত শুক্রবার রাত ৯টায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুগার নীল হয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানা গেছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫২) বছর। মরহুম শাহীনুর রহমান রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্র গ্রামের মজিবর রহমান প্রামানিকের ছেলে। মৃত্যুকালে তিনি তার পিতা, ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ যোহর বগুড়া শহরের আটাপাড়ায় প্রথম নামাজে জানাজা এবং বাদ মাগরিক গ্রামের বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
দিকে তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা জালালসহ দলীয় নেতৃবৃন্দ।
Leave a Reply