Menu

গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির দােয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যােগে স্থানীয় পাঁচকাতুলী মগার মােড়ে দােয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দােয়া ও ইফতার মাহফিলে খালেদা জিয়াসহ জিয়া পরিবার ও সকল নেতৃবৃদ’র সু¯তা এবং কল্যাণ কামনা করে দােয়া খায়ের ও বিশেষ মােনাজাত করা হয়। এতে অংশ নেন প্রধান অতিথি জেলা ও থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মােরশেদ মিলটন। অন্যান্যদের মধ্য ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হােসেন, সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, নজরুল ইসলাম টুকু, অধ্যাপক নজমল হােসেন, মতিয়ার রহমান মতি রামশ^রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস বিএনপি নেতা ছায়দুজ্জামান বাদশা, একেএম পান্না মাস্টার, শাকিউল ইসলাম তিতু, থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর হারুন অর রশিদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মহাবত আলী, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান মতি, স¤্রাট মাহরুফ, মশিউর রহমান সুমন যুবদল নেতা সাহানুর রহমান সােহাগ, শফিক শাহীন, এমডি রতন, খােরশদ, বেলাল, বাশার, রাবী, রনি, আঃ কাদের, বাবুল, উপজেলা স্বেছাসবকদলের আহবায়ক রাকিবুল আহসান হিরু, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, সােহেল মন্ডল, পৌর স্বেছাসবকদলের আহবায়ক পবন সরকার, ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, এসএম রাঙ্গা, বিপ্লব মিয়া, মােস্তাফিজার রহমান মােস্তা, রাশেদুল ইসলাম, সৈকত আলী সাদ্দাম, দুলাল করিম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, সিমাÍ, স্বপন, আল আমিন, আঃ লতিফ, মতিয়ার, রুবেল, সেহাব প্রমুখ। পরে ¯ানীয় আরকটি মাদ্রাসায় বেগম খালদা জিয়ার সু¯তা কামনায় দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতেও অংশ নেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মােরশেদ মিলটন। এর আগে তিনি (মিলটন) অসু¯্য বিএনপি নেতা আতিকুর রহমান সাজুকে দেখতে যান এবং সার্বিক খােঁজ-খবর নেন।

No comments

Leave a Reply

twenty − one =

সর্বশেষ সংবাদ