সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়া গাবতলীর লাঠিগঞ্জ বাজারে গত ১৬দিন যাবৎ অজ্ঞাত এক বৃদ্ধ মহিলা আশ্রয় নিয়েছে।
বৃদ্ধ মহিলাটির বয়স অনুমানিক (৭০) বছর।
গতকাল শনিবার বিকেলে বৃদ্ধ মহিলাটির সঙ্গে দেখা করে তার কাছে পরিচয় জানতে চাইলে সে বলে আমার নাম আহাতন, আমার মেয়ের নাম আনজু ময়না, বাড়ী কোথায় জিজ্ঞাস করলে সে বলে চিনিরপাড়া হামিদ মন্সীর বাড়ায়া বগলোত। স্বামীর নাম বলে তোরা/টোড়া, মায়ের নাম বলে ফরিদা, চেয়ারম্যানের নাম বলে আনোয়ার আরও বলে তার ছেলের শ্বশুর নাকি পুলিশ। বৃদ্ধ মহিলাটিকে সব সময় গুল ব্যবহার করতে দেখা গেছে। লাঠিগঞ্জ বাজারের লোকজন জানায়, সে গত ১৫দিন আগে এসেছে। তার পড়নের কাপড় এলাকার লোকজন দিয়েছে। চেহারা কালো।
Leave a Reply