Menu

গাবতলীর সোনারায় হাইস্কুলে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন আ’লীগ নেতা দুলাল

সোনাতলা সংবাদ ডটকম (মুহাম্মাদ আবু মুসা): আওয়ামী লীগ নেতা দুলাল করিম দুলাল বগুড়া গাবতলীর সোনারায় উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

এলক্ষ্যে গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এক আলোচনা সভা উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আইয়ুব আলী, আব্দুর রউফ, ডাবলু মিয়া, নান্নু মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াছমিন, শিক্ষক প্রতিনিধি সেকেন্দার আলী, নজরুল ইসলাম, শিক্তা রাণী পাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সদস্য সচিব জহুরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ নেতা দুলাল করিম দুলালকে সোনারায় উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। এরআগে সোনারায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে ৪জন অভিভাবক সদস্য (পুরুষ) যথাক্রমে আইয়ুব আলী, আব্দুর রউফ, ডাবলু মিয়া, নান্নু মিয়া, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়।

শুধু সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াছমিন সুকৌশলে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। এ ব্যাপারে সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

No comments

Leave a Reply

10 + 13 =

সর্বশেষ সংবাদ